কবিতা: তোমায় ভালোবাসতে বড্ড ইচ্ছে হয় আবুল খায়ের বুলবুল।
তোমায় ভালোবাসতে আমার বড্ড ইচ্ছে হয়
গোলাপ দিয়ে ভালোবাসবো এমন কিছু নয়
ভালোবাসার রঙ যে আমার অন্য রকম কিছু
তোমায় ভালোবাসতে আমি নেইনা কিন্তু পিছু
তোমার চলায় তোমার বলায় হচ্ছে তোমার জয়।।
তুমি আঁধার পথে হাঁটছোনা চলছো হরিৎ পথে
শালিনতার সব কিছু রয় দেখছি তোমার রথে
বায়সপিঙ্গ দিচ্ছেনা শীষ তোমায় দেখে আর
পরভৃতরা ডাকছে যেন আল্লাহুআকবার
আমার তাতে হলো জয়।।
আমি শুনিনি কখনো তোমার কাঁকনের ঝনঝনি
গাইতে শুনিনি কখনো আহ্বানে সাড়া গুনগুনি
তুমি সেই পথ ধরে চলেছ যা কুরআনে লেখা আছে
তোমায় দেখে তাই হুরীরা আনন্দে নাচে
আমার তাতে লাগে ভয় আর কিছু নয়।।
Leave a Reply
You must be logged in to post a comment.