লাশের গাড়ি লেখক মোঃ জাহাঙ্গীর আলম!
যেদিন তোমার মাটির গাড়ি
যাবে-রে মন থেমে—–
দেখবে চেয়ে পাড়া পড়শি
কাঁদবে আপন-জনে——–(-২)
কেউ-বা দিবে মাটি গোরে
কাটবে কেউ বাঁশ—-
সুনাম খ্যাতি মিথ্যে সবি
হবে তুমি—লাশ———
ভবের মায়ায় মগ্ন রে- মন
কাটাও যে-দিন সুখে—
একটু অ হুঁশ হয়নি মনা—
আছো মিশে পাপে—–(২)
আশার প্রদীপ যাবে নিভে
করবে কোথায় বাস—-
সুনাম খ্যাতি মিথ্যে সবি
-হবে তুমি —লাশ——–
অবুঝ শিশু মায়ের কোলে
যৌবন গেল প্রেমে —-
যাবার কালে লোভ লালসা—
ধন্য হলে ধনে—-(২)
ফেল পড়িলে পূর্ণ কর্মে—-
ঘৃণ্য- পাপে পাশ—-
সুনাম খ্যাতি মিথ্যে সবি
তুমি হবে —লাশ———
Leave a Reply
You must be logged in to post a comment.