দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞার শীর্ষস্হানীয় সামাজিক সংগঠন তৃণমূল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মিন্টু নাসরিন ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে।
শুক্রবার (১৩অক্টোবর)দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির দুই সহস্রাধীক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খায়েজ আহাম্মদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দিলরুবা লাইলী,তৃণমূল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জসিম উদ্দিন লিটন, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য মিজানুর রহমান হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন ভৌমিক,তৃণমূল ফাউন্ডেশনের পরিচালক আজমুল হক সুমন, সাংবাদিক এম এ তাহের পন্ডিত, মো:ইমাম হাছান কচি,ইয়াছিন করীম রনি, কাজী ইফতেখারুল আলম,নাছির উদ্দীন আজাদ,আহমেদ হিমেল,আবদুল্লাহ আল মামুন,আব্দুল মুনাফ পিন্টু, সুমন পাটোয়ারী প্রমুখ।
বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সাংবাদিক মো:ইয়াসীন সুমন বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক দাগনভূঞার কৃতি সন্তান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু,শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।