দেওয়ান মোঃ ইমরান (দক্ষিণ আফ্রিকা থেকে):
দক্ষিন আফ্রিকার কেপটাউনের মামাজবেরি টাউনে আসাদ জামান নামে এক প্রবাসী খু*ন হয়েছেন।গত রবিবার সন্ধ্যা সারে সাত টার দিকে দু*ষ্কৃত*কারীদের ছু*রির আ*ঘাতে মারাত্মক আহত হন আসাদ। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। নিহত আসাদের বাড়ি ঢাকার গাজীপুরে কালিগঞ্জে বলে জানা গেছে।
ঘটনার সুত্রপাতে জানা যায়,কয়েকজন দু*ষ্কৃত*কারীদের সাথে বাকবিতন্ডার জের ধরেই ধারালো ছু*রির আ*ঘাতে মারাত্মক জ*খম করা হয় আসাদ কে।
কেপটাউন শহরে থেকে চল্লিশ কিলোমিটার দুরে মামাজবেরি টাউনে মামাজবেরি কেফ এন্ড বেকারি চাকরি করতেন আসাদ।
নিহতের লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।
লাশ দেশে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এই নিয়ে গত এক সপ্তাহে চার বাংলাদেশি খুন হলেন দক্ষিণ আফ্রিকায়।