মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর শিশু সন্তান নিয়ে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী কে অবশেষে আটক করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সদর থানার বনুয়া পশ্চিমপাড়া বটতলা এলাকা থেকে তাকে আটক করে র্যাব।
গত ১৭ মে বুধবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া সলিং মোড় এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে।
আটককৃতের নাম মোঃ শাহাজালাল ইসলাম হৃদয় (২৫) গাজীপুর সদর মজলিসপুর গ্রামের বাসিন্দা। র্যাব-১ স্পেশালাইজড কোম্পানির পোড়াবাড়ি ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাস এ তথ্য জানান।
রতন কুমার দাস বলেন, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে স্বামী হৃদয় ও স্ত্রী নাসরিনের মধ্যে পরকীয়া সন্দেহে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের শিশুকন্যা মরিয়ম ঘুমিয়ে ছিল। ঝগড়ার একপর্যায়ে হৃদয় তার খেলার ব্যাট দিয়ে স্ত্রীল ঘাড়ে আঘাত করে এতে সে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে সে। পরে চার বছর বয়সী শিশুকন্যা মরিয়মকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নাসরিনের মা বিনা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্ত করে হৃদয়কে আটক করে।
র্যাব কর্মকর্তা রতন কুমার আরো জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামি হৃদয় তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। হৃদয়কে শ্রীপুর থানা-পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।