মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত অবস্থায় গলা টিপে স্ত্রী কে হত্যার পর শিশুকন্যাকে নিয়ে পালিয়েছেন ঘাতক স্বামী।
বৃহস্পতিবার (১৮ মে) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতের নাম নাসরিন আক্তার (২২) উপজেলার চকপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে। স্বামী হৃদয় মিয়া গাজীপুর মহানগরীর মসলিসপুর এলাকার আলিমুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানাযায়, সকালে ঘুম থেকে উঠে ঘরের ভেতরে নাসরিন আক্তার এর মরদেহ দেখতে পান স্বজনেরা। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী হৃদয় মিয়া ও তাদের চার বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাঁকে গলা টিপে হত্যার পর শিশুকন্যাকে নিয়ে ঘাতক স্বামী পালিয়ে গেছে।
মৃত নাসরিন আক্তারের ছোট ভাই পলাশ মিয়া বলেন, ‘রাত ১১টা দিকে আমার বোন ও শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়ে বোনজামাই। এরপর সকাল ৮টার দিকে আমার বোনের রুমে গিয়ে দেখতে পাই আমার বোনজামাই আর চার বছর বয়সী শিশুকন্যা ঘরে নেই।আমার বোন ঘুমিয়ে আছে। এরপর আমি আমার মাকে ডেকে আনি। মা আর আমি বোনকে ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠেনি। কাছে গিয়ে মা শরীরে হাত দিয়ে দেখে শরীর ঠান্ডা হয়ে আছে। এরপর মা কান্নাকাটি শুরু করে।’
মৃতের মা বিনা বেগম বলেন, ‘আমার মেয়েকে গলা টিপে খুন করে ওর স্বামী পালিয়েছে। আমার মেয়ের মুখ-ঠোঁট কালো হয়ে রয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি আমার মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করেছে। গলায় আঘাতের চিহ্ন আছে।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। স্বামী পলাতক রয়েছে, বিষয়টি নিশ্চিত হয়েছি। স্বামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পলাতক স্বামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’