মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের দক্ষিণ আয়েস মার্কেট সংলগ্ন এলাকায় গাছ থেকে একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) সকালে মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২৩) এবং কালিয়াকৈরের খয়েরদির চর গ্রামের হেলাল শেখের ছেলে মোঃ মনির হোসেন (২০)। তারা দুই বন্ধু আইস মার্কেট এলাকার মহির উদ্দিনের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো। সিলভিয়া ফোর্থ গিয়ার নামক একটি জুতা তৈরির কারখানায় চাকরি করতো।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, রিয়াদের শরীরে পক্স উঠেছে। ঝাড় ফুকের জন্যে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি স্থানীয় মসজিদের হুজুরের কাছে যান। সেখান থেকে আর ফিরে আসেননি।
সকালে রিয়াদ ও মনিরকে জেনিস নামক একটি জুতা তৈরির কারখানার পাশের বাগানের রেইনট্রি গাছের ডালে একই রশিতে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বন্ধু আত্মহত্যা করেছেন।তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। দুই বন্ধুর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাইজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।