দাগনভূঞা প্রতিনিধি:
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র.) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য স্বপন চন্দ্র পাল ও সদস্য আনোয়ার হোসেন আনু প্রমুখ। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।