ফেনী প্রতিনিধি:
গ্রাহকের চাহিদামত বিদ্যুৎ দিতে না পারায় মোবাইল ফোনে সারাক্ষণ গ্রাহকদের চাপ, কটু কথা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা চাপে দিশেহারা হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ আমিনুজ্জামান।
তিনি গত ৮ মে লিখিত আবেদন করে চাকরি থেকে অব্যাহতি নেন বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছেন।
সূত্র জানায়, তিনি অত্যন্ত মেধাবী অফিসার ছিলেন। কিন্তু বর্তমানে বিদ্যুৎ অব্যবস্থাপনায় তিনি আর পেরে ওঠেননি। গ্রাহক অসন্তোষ সহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।
তবে এজিএম বলছেন, ব্যক্তিগত কারনে তিনি চাকরি ছেড়েছেন।