আজ ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

দাগনভূঞায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা 

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা উপজেলার মোহাম্মদপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক তামেন্দা আক্তার চৌধুরীর
বিদায় উপলক্ষে বুধবার (১০ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, দাগনভূঞা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইস্কান্দর নূরী, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, সংবর্ধিত অতিথি তামেন্দা আক্তার চৌধুরী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইয়াছিন, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি নূর নবী খাঁন ও সহকারী শিক্ষক কাজল রাণী প্রমুখ। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন দাস এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোজাহিদুল ইসলাম।

পরে প্রধান শিক্ষক তামেন্দা আক্তার চৌধুরীকে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তামেন্দা আক্তার চৌধুরী ২০০০ সালের সেপ্টেম্বর মাসে তিনি উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি উপজেলার আতাতুর্ক সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসময় বক্তারা বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। এ বিদ্যালয়ে তিনি আসার পর শতভাগ পাশের হার উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।


Deprecated: Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoyerb/public_html/wp-includes/functions.php on line 5059

Comments are closed.

     এই বিভাগের আরো সংবাদ