মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে ভেজাল ঘি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা সহ প্রায় এক লক্ষ টাকার ভেজাল ঘি নষ্ট করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে শ্রীপুর কলেজ পাড়া এলাকায়
অবৈধ ঘি কারখানায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ দিদার হোসেন।
শ্রীপুর কলেজ পাড়া এলাকায় আসাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে অসাধু ব্যবসায়ী মোঃ এনামুল হক দীর্ঘদিন যাবৎ কারখানা করে ভেজাল ঘি তৈরি করে বাজারজাত করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে
অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভেজাল ঘি তৈরির দায়ে কারখানার মালিক এনামুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা প্রায় ১ লক্ষ টাকার ভেজাল ঘি ডাস্টবিনে ফেলে নষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ দিদার হোসেন, কম্পিউটার অপারেটর প্রদীপ্ত কুমার সিকদার, শ্রীপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মোঃ দিদার হোসেন জানান, এনামুল হক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দিয়ে এই কারখানায় ভেজাল ঘি তৈরি করছিলেন।
তিনি আরও জানান, ভেজাল ঘি তৈরিতে সয়াবিন, পাম তেল, পশুর চর্বি, উদ্ভিজ্জ চর্বি, আলুর পেস্ট, রাসায়নিক, রং ও স্বাদ ব্যবহার করা হয়। কারখানার মালিক গত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন স্থানে ভাড়ায় ভেজাল ঘি তৈরি করে আসছিল অবশেষে শ্রীপুরের কলেজপাড়া এলাকায় কারখানা গড়ে তোলেন।