আজ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দানগভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশন’র বৃত্তি প্রদান

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান মঙ্গলবার (৯ মে) বিকেলে দাগনভূঞা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক ও দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও বৃত্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আতাতুর্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদ সোহরওয়ার্দী ফিরোজের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইস্কান্দর নূরী, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী, প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খান, সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, শিক্ষক মোঃ ইয়াছিন, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তালেব ও বৃত্তি ফাউন্ডেশনের সদস্য আবু তালেব প্রমুখ। এসময় শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক আমেরিকা প্রবাসী রুবেল আলী, ব্যবস্থাপনা পরিচালক ও উদ্দোক্তা ওমান প্রবাসী দেলোয়ার হোসেন এবং অর্থ পরিচালক ইতালি প্রবাসী এনামুল হক রিমনসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় ৩০৪ জন্য শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদ্রাসার) তৃতীয় শ্রেণি থেকে ৮ম শ্রেণির ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণসহ অন্যান্য চলমান সামাজিক কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে। এছাড়াও সামনে আরও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করা হবে।


Deprecated: Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoyerb/public_html/wp-includes/functions.php on line 5059

Comments are closed.

     এই বিভাগের আরো সংবাদ