মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে গণপিটুনি তে সুলতান উদ্দিন নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার( ৪ই এপ্রিল) দুপুরে মরদেহ উদ্ধার করেন শ্রীপুর মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়,স্থানীয় রমিজ উদ্দিন এর বাড়িতে ডাকাতি করতে গেলে বাসার লোকজনের চিৎকারের শব্দ শুনে আশে পাশের বাসার সবাই ছুটে এসে চারদিকে ঘেরাও করে ফেলে। তখন ডাকাত দলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলেও জনতার হাতে ধরাপরে সুলতানা উদ্দিন। তাকে দেয়াহয় গণপিটুনি এতে তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান উদ্দিন পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের হাসু মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ি এলাকায় শশুর বাড়িতে বসবাস করতেন বলে জানা যায়।
স্থানীয় লোকজন আরো বলেন, ডাকাত দলের সঙ্গে সংঘর্ষ চলাকালীন এলাকার একাধিক লোককে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে আহত করেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য
পাঠানো হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। ডাকাত সন্দেহে গনপিটুনিতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে সঠিক টা বলা যাবে।