আজ ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

কাপাসিয়া উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঘাগটিয়া চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নে মাসব্যাপী ‘দোয়া ও ইফতার মাহফিল’ শেষে সকল পর্যায়ের নেতৃবৃন্দদের অংশগ্রহণে অনুষ্ঠিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনায় প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝির পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারি, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু প্রমূখ। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ্ এবং পরিবারবর্গ সহ সকল দলীয় মৃত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহন করেন। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সিদ্দিক হোসেন।


Deprecated: Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoyerb/public_html/wp-includes/functions.php on line 5059

Comments are closed.

     এই বিভাগের আরো সংবাদ