দাগনভূঞা প্রতিনিধি:
নিরাপদ জালানি, ভোক্তা বান্ধব পৃথিবী এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় জাতীয় ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। গতকাল বুধ বার সকাল ১১ ঘটিকার সময় দাগনভূঞা উপজেলা পরিষদের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিন মুন্সি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খাঁন, আতাতুর্ক সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক জসিম হায়দার লিটন,প্রেসক্লাব যুগ্ন সম্পাদক আবদুল্রাহ আল মামুন, ঔষদ ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল মিলন,সিলোনীয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কামরুল ইসলাম,কাপড় দোকান ব্যবসায়ী প্রতিনিধি কামাল হোসেন, হোটেল ব্যবসায়ী প্রতিনিধি মোঃ ইসমাঈল,মুদি ব্যবসায়ী সাহাব উদ্দিন,ব্যাকারী ব্যবসায়ী আইয়ুব আলী, কাচা মালের আড়ৎ ব্যবসায়ী আবুল হোসেন,পোল্টি ব্যবসায়ী মিজানুর রহমান,মাংশ ব্যবসায়ী হান্নান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে আসন্ন মাহে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম ঠিক রাখা, ওজনে কমে না দেওয়া, এবং পান্যের মুল্য তালিকা প্রদর্শন করা এবং কৃত্রিম ভাবে খাদ্যের সংকট সৃষ্টি না করার উপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও প্রতিনিয়ত বাজার মনিটরিং সহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার ব্যাপারেও আলোচনা করা হয়। রমজানে রাস্তার পাশ্বে কোন প্রকার ইফতারী দোকান সহ কোন প্রকার ভ্রাম্যমান দোকান না বসানোর জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হয়। আইনশৃংখলা ঠিক রাখার জন্য ওসি মোঃ হাসান ইমামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়।