দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১ টায় আতাতুর্ক সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী৷ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইস্কান্দর নূরী। আরও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আতাতুর্ক সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামেন্দা আক্তার চৌধুরী, দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আরা বেগম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন প্রমুখ। এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।