দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে দাগনভূঞায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। আইসিটি বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ হাসান ইমাম, ৭নং মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দেওয়ান মোঃ ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে বর্তমানে নারীদের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ ও নারীদের সফলতা নিয়ে আলোচনা করা হয়।