দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের পূর্ব মমারিজপুর দারুল কুরআন ওয়াস সুন্নাহ কাসেমুল উলূম দাওরাতুল হাদিস (মাস্টার্স) মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ৯ বছরের শিশু আবদুল্লাহ বিন আবছার আলিফসহ ২১ জন শিক্ষার্থীকে পাগড়ি ও কৃতিত্বের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। শিশু আবদুল্লাহ বিন আবছার (আলিফ) ওই মাদ্রাসা থেকে মাত্র ১৪৬ দিনে পবিত্র কুরআন হিফজ করার অনন্য গৌরব অর্জন করেছে। দাগনভূঞা উপজেলায় সর্বকনিষ্ঠ হাফেজ হিসেবে সবার প্রশংসা কুড়ায় এ শিশু। আলিফ দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের দারুল কুরআন ওয়াস্সুন্নাহ ক্বাসিমুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী। সে ওই ইউনিয়নের পূর্ব মমারিজপুর গ্রামের আমির মোঃ ফরায়েজী বাড়ির মোঃ নূরুল আফছারের একমাত্র ছেলে। আলিফের দুই বোন রয়েছে। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা মুহা: ইব্রাহীম সরদারের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মুফতি রবিউল ইসলাম রহমানী এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী সাঈদ আহমাদ মুজাদ্দেদী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার উছমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকীম, চর লক্ষিগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মিয়া, বাংলাদেশ ইসলামী বিশ্ব বিদ্যালয় (ঢাকা) এর সহকারী অধ্যাপক মাওলানা আবু সাঈদ খাঁন, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সহ-সভাপতি আ.ন.ম আতাউল্লাহ নাঈম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত ও প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আ.ন.ম আতাউল্লাহ বিন মোজাদ্দেদী, হাফেজ মাওলানা মুহা: আলী সানী, হাফেজ তাজুল ইসলাম ও হাফেজ মাওলানা ওসমান গণিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয় এবং ৮ জন দাওরায়ে হাদিস (এম.এ) সমাপ্তকারী ছাত্রকে পাগড়ী ও ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে খতমে বোখারীরর শেষ সবক ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী সাঈদ আহমাদ মুজাদ্দেদী।