ফেনী প্রতিনিধি:
দাগনভূঁঞা থানা পুলিশের হাতে একটি বড় মোটরসাইকেল প্রতারক চোর চক্র গ্রেফতার এবং চুরি হওয়া ০৪ টি মোটরসাইকেল উদ্ধার।
ঢাকায় যারা মোটরসাইকেল রাইড শেয়ার করে সে সকল মোটরসাইকেল চালকদের ওয়ান টু ওয়ান কন্ট্রাক্টের মাধ্যমে প্রথমে ঢাকার কাছাকাছি কোন জায়গায় ভাড়া করে। উক্ত স্থানে পৌছার পর প্রতারক হঠাৎ বলে উঠে ভাই আজকে তো রাতে আমার দেশের বাহিরে যাওয়ার প্লাইট আমি পাসপোর্ট ও অন্যান্য কাগজ বাড়ীতে রেখে আসছি। দ্রুত আমার নোয়াখালী বাড়ী থেকে আনতে হবে, চলেন তাহলে আমরা নোয়াখালী যাই আপনাকে কিছু টাকা বাড়াই দিবো।
এই রকম ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনের মোটরসাইকেল প্রতারনা করে ঢাকা থেকে ভাড়ায় এনে নির্জন স্থানে আসিয়া উক্ত প্রতারক প্রকৃত মোটরসাইকেল এর মালিককে কৌশলে সরাইয়া দিয়া নিজেই মোটরসাইকেল চালিয়ে দ্রুত গতিতে নোয়াখালী এলাকায় চলিয়া যায়।
এই রকম একটা অভিযোগ জণৈক আরিফুল হক দাগনভূঞা থানার অনলাইন জিডিতে আবেদন করিলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমাম বিষয়টি ফেনী জেলার পুলিশ সুপার জনাব জাকির হাসান মহোদয়কে অবহিত করেন। সাথে সাথে পুলিশ সুপার মহোদয় গুরুত্ব দিয়ে একটি টিম গঠন করে মোটরসাইকলে প্রতারনার সিন্ডিকেট এবং মোটরসাইকেল উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন (ক্রাইম এন্ড অপস), ফেনী, সহকারী পুলিশ সুপার, সোনাগাজী সার্কেল জনাব তসলিম হুসাইন, অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমাম এর নেত্বত্বে এসআই (নিরস্ত্র) মোঃ রাশেদুল হক, এসআই (নিরস্ত্র) মোঃ ফরহাদ কালাম সুজন, এসআই (নিরস্ত্র) মোঃ আজমগীর, এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী সহ দাগনভূঞা থানা টিম ফেনী জেলা, নোয়াখালী জেলা ও সিএমপি চট্টগ্রাম অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নুরুল আবছার(২৭), পিতা-মৃত নুরুন নবী, মাতা-রওশন আরা বেগম, সাং-শ্যামেরগাঁও (হাজী লমি সর্দ্দার বাড়ী), ৮নং বীজবাগ ইউপি, ৪নং ওয়ার্ড, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, ২। মোঃ ওমর ফারুক প্রকাশ ফয়সাল(২৭),পিতা-মফিজুল হক,মাতা-খোদেজা খাতুন, সাং-চর কাকড়া (হাকিম উদ্দিন বলিপুতের নতুন বাড়ী), থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী, ৩। মোঃ রহমত উল্যা প্রকাশ রায়হান (২৭), পিতা-আলা উদ্দিন, মাতা-লুৎফুন নাহার, সাং-নরসিংহপুর (আজম উদ্দিনের বাড়ী), থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী, ৪। মোঃ রাকিব(২৪),পিতা-মোঃ সেলিম, মাতা-সেতেরা বেগম, সাং-চরফকিরা (জয়নাল সর্দ্দারের বাড়ী),থানা-কোম্পানীগঞ্জ, ৫। নুরুল ইসলাম সুমন(২৭), পিতা-নুর আলম, মাতা-কহিনুর বেগম, সাং-দক্ষিণ আলীপুর (জালুটেক বাড়ী), থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনীদের গ্রেফতার করে থানায় নিয়া আসে। উক্ত আসামীদের দেওয়া তথ্য মতে আসামী নুরুল ইসলাম সুমন(২৭) এর হেফাজত হইতে ০২ টি, আসামী মোঃ রহমত উল্যা প্রকাশ রায়হান (২৭) এর হেফাজত হইতে ০১টি এবং আসামী মোঃ রাকিব(২৪) এর হেফাজত হইতে ০১টি সহ মোট ০৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত প্রতারক চক্র আসামীগণ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কৌশলে ঢাকা হইতে ভাড়ায় আনিয়া ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন নির্জন স্থানে আসিয়া প্রতারনা মূলক ভাবে মোটরসাইকেল গুলো ভিন্ন লোকজনের কাছে বিক্রয় করিয়াছে বলিয়া তাহারা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীগণকে অদ্য ১০/০২/২০২৩ইং তারিখ বিভিন্ন স্থানে অভিযান পরিচলানা করিয়া গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এছাড়াও উক্ত প্রতারক চক্র আরো অসংখ্য মোটরসাইকেল এভাবে হাতিয়ে নিয়েছে মর্মে জানা যায়। উল্লেখ্য যে, ঢাকায় যারা বাইক রাইড শেয়ার করে তারা যদি ওয়ান টু ওয়ান কন্ট্রাক্ট না করে উবার এবং পাঠাও এ্যাপ্স এর মাধ্যমে রাইড শেয়ার করে তখন এই ধরনের অপরাধ থাকবে না। উক্ত সিন্ডিকেট এর অপরাপর সদস্যদের গ্রেফতার ও হাতিয়ে নেওয়া অন্যান্য মোটরসাইকেল উদ্ধারে টিম দাগনভূঞা থানা সাড়াশি অভিযান অব্যাহত আছে।