দেওয়ান ইকবাল:
দাগনভূঁইয়া উপজেলাধীন ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কলজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোঞ্জুরুল হক পাপ্পু।
গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
২০১৮ সালে সরকারিকৃত এ কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের চাকরির মেয়াদ শেষ হওয়ায় জেষ্ঠ শিক্ষক বিবেচনায় এ নিয়োগ দেওয়া হয়।
মোহাম্মদ মোঞ্জুরুল হক পাপ্পু ১৯৭০ সালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা মরহুম মাস্টার মো: মোমিনুল হক হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০০০ সালে ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ বাংলা বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২০১৪ সালে তিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে অদ্যবধি এ কলেজে কর্মরত আছেন।
নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে এলাকার জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, কলেজের শিক্ষক-কর্মচারীগণ, ছাত্রনেতৃবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রীদের সহযোগিতা কামনা করেন।