সংবাদ বিজ্ঞপ্তি:
দাগনভূঞা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের পিতা দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর বাগডুবি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দক্ষিণ আলীপুর নতুন বাজার জামে মসজিদের সভাপতি ডাঃ মোহাম্মদ সোলায়মানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আলীপুর নতুন বাজার জামে মসজিদসহ অত্র ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রয়াত ডাঃ মোহাম্মদ সোলায়মান নিজ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এই মিষ্টভাষী মানুষটি। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মোতালেব মৌলভীর বাড়ির মৃত হাবিব উল্যাহর ছোট ছেলে। উল্লেখ্য, মরহুম ডাঃ মোহাম্মদ সোলায়মান ২০১৬ সালের (২১ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে ফেনী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শুক্রবার সকাল নয়টার দিকে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।