আজ ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

চার লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ!

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে ভারতীয় মদ, সাবান এবং গরু জব্দ করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, বাগানবাড়ী বিওপির টহল দল ১৭ জানুয়ারি মঙ্গলবার সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করে।

নারায়নতলা বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২১৩/৭-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করে।

চিনাকান্দি বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২১১/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৪২ বোতল ভারতীয় মদ আটক করে।

একই দিনে মাটিরাবন বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯০/৮-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কাইতাকোনা নামক স্থান হতে ৬৩০ পিস ভারতীয় সাবান আটক করে।

বিরেন্দ্রনগর বিওপির টহল দল ১৮ জানুয়ারি বুধবার সীমান্ত পিলার ১১৯৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করে।

একই দিনে মাটিরাবন বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১৮-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ০৪টি ভারতীয় গরু আটক করে।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৩ লক্ষ ৯৫ হাজার ৬০০ টাকা

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং সাবান ও গরু শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Deprecated: Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoyerb/public_html/wp-includes/functions.php on line 5059

Comments are closed.

     এই বিভাগের আরো সংবাদ