মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গাড়ী চাপায় এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) সন্ধা ৬টার সময় শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী নামক স্থানে কাপাসিয়া আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম মেহেদী হাসান রাহাত (১৬)।
স্থানীয় সূত্রে জানাযাশ, একটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে যাচ্ছিলো। রাহাত মোটর সাইকেলের পিছনে বসা ছিলো। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলের ঝাঁকুনিতে পিছন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় একটি দ্রুত গতির অজ্ঞাত গাড়ী চাপা দিলে রাহাত গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, বোধবার সকালে রাহাত গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকর কেক কাটার অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে যায়। সন্ধ্যায় অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে গাড়ীর চাপায় তার মৃত্যু হয়।
যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম জানান, নিহত রাহাত ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল। জেলা ছাত্রলীগের কেক কাটার অনুষ্ঠান থেকে ফেরার পথে তার মর্মান্তিক মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জমান জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।