মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২ জানুয়ারী দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মাহফুজ খানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম সুইটি আক্তার (২০)। এ ঘটনার পর মৃত গৃহবধূর স্বামী পালাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত সুইটি আক্তার ও তার স্বামী আবু তাহের ওই বাড়ির ১৭ নম্বর ঘরে ভাড়া থাকতো। তারা দু’জনেই পোশাক কারখানায় চাকরি করতো। রাতের ডিউটি শেষ করে ভোর ৬টায় সুইটি বাসায় ফেরে। সকাল ৯টায় সুইটির অসুস্থতার কথা জানিয়ে ডাক্তার ও ঔষধ আনতে বাহিরে যান তার স্বামী। পরে আর ফিরে আসেনি।
সকাল ১০টায় বাড়ির অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা ওই ঘরে গিয়ে সুইটির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের ঠিকানা কেউ বলতে পারেনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহতের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তার ঠিকানা জানা যায়নি। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে সুইটির স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।
লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।