মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে গাড়ির চাপায় এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার
মাওনা এমসি বাজার সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জাবের স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাগর (২০) ময়মনসিংহ জেলার, ভালুকা উপজেলার মানিক মিয়ার ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সাগর রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি পরিবহন তাকে চাপা দিলে রাস্তায় পড়ে যায় এসময় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
অজ্ঞাত নামা ঘাতক পরিবহনের চালককে আটক করা যায়নি। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।