মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুর সদর কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ফ্ল্যাট বাড়িতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টায় তাদের মরদেহ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।
নিহতরা হলেন, নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সুফিয়ান (৩৯) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৫)। তারা গাজীপুর কোনাবাড়ী থানার সিকদারপাড়া এলাকার শুকুর শিকদারের মালিকানাধীন ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
আবু সুফিয়ান দিনমজুরের কাজ করতেন তার স্ত্রী নাসরিন স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, কোনাবাড়ি থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।
পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।