আজ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

সেবারহাট দারুল আযহার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান

মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর সেনবাগে দারুল আযহার মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষার্থীদের দস্তারবন্দী ও সবক প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে উপজেলার সেবারহাট পুর্ববাজার সাদেক ম্যানশনে অবস্থিত দারুল আযহার মাদ্রাসার ( হিফজ ও মহিলা বিভাগ) হলরুমে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সুচনা করা হয়। দারুল আযহার মাদ্রাসার মাওলানা জিয়াউর রহমান সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর
ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার পরিচালক মুফতি নুরুল ইসলাম, দাগনভুঞা আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি ইউসুফ কাসেমী, দারুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ শরীফুল ইসলাম, নোয়াখালী চটকিবাড়ী নুরানী তালিমুল কুরআন বোর্ডের মহাসচিব মাওলানা আশরাফ আলী দিদার,দারুল আযহার মাদ্রাসার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার কাজী জহিরুল ইসলাম আল মাসুদ, কাদরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমিরুল ইসলাম, দারুল আযহার মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন সহ অনেকেই।

এসময় মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা কুরআন তেলওয়াত, নামাজ প্রদর্শনী, ইসলামিক সংগীত,ইংরেজি – আরবী লেখা ও নামাজের বিভিন্ন মাসায়েল প্রদর্শন,প্রতিষ্ঠানের ৪ জন ছাএকে দস্তারবন্দী -পাগড়ি প্রদান এবং ১০ জন ছাত্রকে সবক দান সহ বিশেষ দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Deprecated: Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoyerb/public_html/wp-includes/functions.php on line 5059

Comments are closed.

     এই বিভাগের আরো সংবাদ