মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত দোকান ভস্মিভূত ও ব্যাপক ক্ষয়ক্ষতি
হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড়ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে সফির উদ্দিন ও মোখলেছের লেপ তোষকের দোকান, শহিদুল্লাহর ফার্মেসী, হেলালের ক্রোকারিজ, বাচ্চু মিয়ার মুদি দোকান, ঢাকা বিরিয়ানি হাউজ এবং মুজিবুরের কম্পিউটার দোকান ক্ষতিগ্রস্থ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াই টার দিকে বিরয়িানি ও লেপ- তোষকের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ীরা। তবে কোন দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিশ্চিত করে কেউ বলেতে পারেনি। মুহুর্তের মধ্যে আগুণ আশেপাশের আরো ৫ টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটটের কর্মীরা দেড় ঘন্টা চেষ্টা করে বিকেল ৪ টায় আগুণ নিয়ন্ত্রনে আনে।
ততোক্ষনে ব্যবসায়ীদের দোকানের ভিতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষনিক আগুণ লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।