মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে সংবাদ কর্মী পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে দুই প্রতারককে আটক করে
গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়জনতা।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শো টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রেহেনা আক্তার।
বুধবার (১৬ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের আনসার রোড এলাকায় থেকে তাদের দু’জনকে আটক করে পুলিশ দেয়ার পর বিকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড দেয়া হয়।
দন্ড প্রাপ্ত দুই প্রতারক হলো, গোপালগঞ্জ জেলার কাদিয়ানী উপজেলার দক্ষিণ ফোকরা গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে অহেদুল রহমান (৪৭) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পলাশ কান্দা গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে আব্দুস সেলিম (২৭)। তারা দু’জন ৭১ বাংলা টেলিভিশনের সংবাদকর্মী পরিচয় দিয়ে প্রতারণা করে।
ভ্রাম্যমাণ আদালতে বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রেহেনা আক্তার বলেন, প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ সালের দন্ডবিধির ১৮৮ ধারায় দু’জন প্রতারক কে ১৫দিন বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থ দণ্ড আদায় করা হয়েছে।