মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান মোটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল আর একটি তাজা প্রাণ! এ ঘটনায় কাভার্ডভ্যান চালকে আটক করে স্থানীয়রা।
রোববার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার টু বাঁশবাড়ি সংযোগ সড়কের গোতার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোঃ আহসান হাবীব লিটন (৩৫)। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ইউসুফ আলী মাষ্টারের ছেলে। তিনি পোলট্রি ফিড ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত লিটন মিয়া ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জৈনা বাজার যাচ্ছিলেন। গোতারবাজার পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা কাভার্ডভ্যানটি জব্দ করে এবং চালককে আটক করে বেঁধে রাখেন।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার সদর উপজেলার বানিয়ার চালা মেম্বার বাড়ি এলাকার শহিদের ছেলে নজরুল ইসলাম (৩৫), জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর এলাকার মৃত জবদুল মিয়ার ছেলে শামীম (৩৫)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দূর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে থেকে কাভার্ডভ্যান চালককে আটক করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।