আজ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘরে বসে সেবা পাওয়ার জন্যই তথ্য অধিকার আইন – প্রধান তথ্য কমিশনার

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার জনগণের মৌলিক অধিকার। তথ্য একটি বিরাট শক্তি, তথ্য জানা তথ্য দেয়ার জন্যই তথ্য অধিকার আইন।
জনগণের ক্ষমতায়ন ও বাস্তবায়ন করার লক্ষ্যে তথ্য অধিকার আইন কাজ করে। তথ্য অধিকার আইনের মধ্যে সকল কিছুর সুষ্ঠু ও সুন্দর সমাধান রয়েছে।
রবিবার সকালে তথ্য অধিকার আইন,২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। একেবারে ইউনিয়ন পরিষদেও ডিজিটাল সেন্টার করা হয়েছে। মানুষের হাতে হাতে মোবাইল ফোন আছে। জনগণ যেন ঘরে বসে তথ্য পেতে পারে, সেই জন্যই এই আইন। সাংবাদিকেরা যেভাবে সত্যটাকে তুলে নিয়ে আসেন,ঠিক সেইভাবে জনগণ সত্যটা যেখানে খুঁজে পাচ্ছেন না,সেখানে তথ্য অধিকার আইন কাজ করছে।জনগণের তথ্য নিশ্চিত করার জন্যই তথ্য অধিকার আইন।
তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্যেশ্যে বলেন,আপনারা স্ব স্ব অবস্থান থেকে জনগণের কাছে যাচ্ছেন। আপনারা জনগণের জন্য কাজ করছেন।জনগণের জন্যই আপনাদের কাজ।তারা যেন সঠিক তথ্য পায়,সময়মত পায়, যথার্থ সেবা পায় সেইজন্যই আপনারা কাজ করছেন।আপনাদের দায়িত্বই হচ্ছে অবাদ তথ্য প্রবাহ জনগণের কাছে পৌঁছে দেওয়া।আপনারা তো ব্যক্তিগত সম্পদ দিচ্ছেন না।
তিনি বলেন, যারা অবহেলিত, প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র জনগণ, বৃদ্ধ, অসহায়, তারা কি সুবিধা পাবে, সেটার জন্যই আপনারা কাজ করছেন, জনগণের অর্থ ব্যয় করছেন।কি সুবিধা দিচ্ছেন, তারা সেটা জানেননা,আপনি সেটা জানাবেন। এটা আপনাদের অবশ্যই কর্তব্য।
জেলা প্রশাসন ও সুনামগঞ্জ তথ্য কমিশনের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার আর্নিকা আক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সাইদ, সহকারী পরিচালক তথ্য কমিশন মো.সালাহ উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজে রাষ্ট্রবিঞ্জানের অধ্যাপক জমশিদ আলী,শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সমাজসেবক নুরুর রব চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এসময় তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদ সচিব মিতালী বেগম তালুকদার, আলহেরা মাদ্রাসা সহকারী শিক্ষক মতিউর রহমান প্রমুখ।


Deprecated: Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoyerb/public_html/wp-includes/functions.php on line 5059

Comments are closed.

     এই বিভাগের আরো সংবাদ