আজ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

শ্রীপুরে ড্রামট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালো বাবা-ছেলে!

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোখলেছুর রহমান (৩৫) ও তার একমাত্র ছেলে ফয়সাল (১২) নিহত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর ) বেলা১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোকলেসুর রহমান (৩৫) পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় তার বাড়ি। তিনি জৈনাবাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় নাসির গ্লাস কারখানায় চাকরি করতো। তার একমাত্র ছেলে ফয়সাল স্হানীয় ফরিদপুর মডেল একাডেমীর পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো।

স্থানীয় সূত্রে জানাযায়, মোকলেসুর রহমান সকালে মোটর সাইকেল করে তার একমাত্র ছেলে ফয়সাল কে সাথে করে যাচ্ছিলো। এসময় ইউ টার্ন পার হওয়ার সময় এক অটোরিক্সার সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক ড্রামট্রাক তাদেরসহ মোটরসাইকেলের উপর দিয়ে চলে যায় এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় আর তার ছেলে ফয়সাল হাসপাতালে নেয়ার পর মারাযায়। এদিকে রিক্সাচালক গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।


Deprecated: Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoyerb/public_html/wp-includes/functions.php on line 5059

Comments are closed.

     এই বিভাগের আরো সংবাদ