মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, সর্বজন শ্রদ্ধেয় কমরেড প্রসূন কান্তি রায় (বরুণ রায়) এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রামাণ্য চিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে অনুষ্টানে বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে এবং সঞ্চালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন
কমরেড প্রসূন কান্তি রায় (বরুণ রায়) এর সহধর্মিনী এবং জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, প্রগতি লেখক সংঘের সভাপতি নির্মল ভট্টাচার্য, লেখক সুখেন্দু সেন, বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, প্রাক্তন শিক্ষক মানব চৌধুরী,, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদ মনি প্রমুখ।
প্রসঙ্গত, কমরেড প্রসূন কান্তি রায় (বরুণ রায়) এর জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিমের কর্মসূচীর মধ্যে প্রতিদিন বিকাল ৪টায় সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে চিত্রাংকন প্রতিযোগিতা, স্থানীয় নেতৃবৃন্দের স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ নভেম্বর শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ, জন্মশত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, জাতীয় নেতৃবৃন্দের আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে সমাপ্ত হবে।