মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার জেরে আল আমিন নামের এক পোশাক শ্রমিক কে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে!
গতকাল সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন (৩৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাবো ইউনিয়নের মুন্তাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের ধলাদিয়া গ্রামে আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডার্ড কম্পোজিট নামের একটি পোশাক কারখানায় চাকরি করতো। তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।
অন্যদিকে, আল আমিনের প্রেমিকা রাবেয়া আক্তারের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। তিনি সাটিয়াবাড়ি গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ডার্ড কম্পোজিট কারখানায় চাকরি করেন। তার স্বামী গ্রামের বাড়িতে থাকেন। অভিযুক্ত সাইফুল ইসলাম (৩৮) উপজেলা সাটিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল আমিন বিভিন্ন সময় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে সাইফুল ইসলামের বাড়িতে যেতেন। এই বিষয়টি মেনে নিতে পারেননি বাড়িওয়ালা সাইফুল। এ নিয়ে আল আমিনের সঙ্গে সাইফুলের দ্বন্দ্ব চলছিল বেশ কিছু দিন ধরে। গতকাল সন্ধ্যায় ওই বাড়িতে রায়েবার সঙ্গে দেখা করতে যান আল আমিন। তখন সাইফুল আল – আমিনকে বাড়ির অদূরে একটি বাগানের ভেতর নিয়ে বেধড়ক মারপিট করেন।
মারধরে আল – আমিন অচেতন হয়ে পড়লে সাইফুল তাকে ফেলে চলেযায়। স্থানীয় বাসিন্দারা আল – আমিনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নিহতের প্রেমিকা রাবেয়া আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্ত সাইফুল ইসলামকে আটকের জন্যে অভিযান চলছে।