মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,আমাদের এলাকার সাধারণ মানুষ পায়ে হেঁটে, রিকশায়, বাসে এই সেতুর উপর দিয়ে দ্রুত পাড় হবে। এটাই আমাদের আনন্দের বিষয়। সিলেট বিভাগের সবচেয়ে বৃহৎ সুনামগঞ্জের পাগলা- রানিগঞ্জ – আউশকান্দি সড়কে কুশিয়ারা নদীর উপর নির্মিত ৭০২ মিটার দৈর্ঘ্যের রানিগঞ্জ সেতুটি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ সোমবার সকাল ১০ টায়
দেশের বিভিন্ন জেলায় একশ সেতু ভার্চুয়েলি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে সুনামগঞ্জের কুশিয়ারা নদীর উপর নির্মিত সবচেয়ে বড় সেতু সহ আরও ১৭ টি সেতু উদ্বোধন করেন তিনি।
সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জে কুশিয়ারা নদীর উপর নির্মিত সেতু দিয়ে প্রায় দুই ঘন্টা কম সময়ে ঢাকা যেতে পারবে জেলার ২৫ লক্ষ মানুষ। এই সেতু চালু হওয়ায় ৫৫ কিলোমিটার সড়ক পথ কমে আসবে।সুনামগঞ্জের ২৫ লক্ষ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আনন্দে ভাসছে সুনামগঞ্জের মানুষ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, আরও সড়ক নির্মাণ করতে হবে, আরও অনেক হাসপাতাল, স্কুল,কলেজ নির্মাণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সঙ্গে পেলে, আমাদের নেতৃত্বে পেলে,আগামী কয়েক বছরে আমরা সমস্ত ভাটি অঞ্চল রুপান্তর করতে পারব।ময়মনসিংহের সাথে, নেত্রকোনার সাথে সুনামগঞ্জের যোগাযোগের জন্য উড়াল সেতু টেন্ডার হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এর কাজ শুরু হবে।