মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উ পজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওয়া গ্রামের নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ রাজেন্দ্রপুর গজারী বন থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্কুল ছাত্রের নাম নাজমুল হাসান (১৪) নগর হাওলা গ্রামের কালু মিয়ার ছেলে। সে জৈনা বাজার এলাকার আরিফ মডেল একাডেমির ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২ নভেম্বর) বিকেলে নাজমুল তার বড় বোনের কাজ থেকে ১০০টাকা নিয়ে ওষুধ কিনতে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার দুই দিনপর জয়দেবপুর থানা পুলিশ রাজেন্দ্রপুর গজারী বন থেকে নিখোঁজ নাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
রবিবার (৭ নভেম্বর) সকালে টিভির সংবাদে নিহত ছাত্রের ছবি দেখে জয়দেবপুর থানায় গিয়ে স্বজনরা তার লাশ শনাক্ত করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, গত শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুর এলাকার গজারী বন থেকে ঝুলন্ত অবস্থায় ওই অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের স্বজরা থানায় এসে লাশ শনাক্ত করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, নিহত ছাত্রের চাচাতো ভাই মামুন মিয়া গত বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অজ্ঞাত ব্যক্তিরা একটি মোবাইল নম্বর থেকে ওই ছাত্রের পরিবারের নিকট টাকা দাবি করেন।
পরে ওই মোবাইল নম্বরের সিডিআর সংগ্রহ করে দেখা যায়, মোবাইলটির অবস্থান ঝিনাইদহ। এরই মধ্যে জয়দেবপুর থানা পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।