মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্হানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ও ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অবনীকান্ত দেবনাথ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শাহনুর আলী, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ লক্ষীরাণী রায়, মধ্যনগর উপজেলার গ্রাম পুলিশ কালা মিয়া সহ অন্যান্য উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের দাম বেড়েছে।আমাদের বেতন মাত্র সাড়ে ছয় হাজার টাকা।এরমধ্যে ৫০% বেতন সরকারি ভাবে পাই এবং বাকী ৫০% বেতন ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে থাকি।সরকারি টাকা প্রতি মাসে পেলেও ইউনিয়ন পরিষদের টাকা ঠিকমতো পাইনা।আমরা এই বেতনে চলতে পারতেছিনা।আমরা পরিবারের ভরণপোষণ দিতে পারছিনা।আমাদের খুব কষ্ট চলতে। আমাদের চাকুরী জাতীয়করণ চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের চাকুরী জাতীয়করণের ব্যবস্হা করবেন। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব।
মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।