মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
“শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ধ নির্ভীক “এই প্রদিপ্রাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভার শুরুতে শেখ রাসেল কে নিয়ে ভিডিও প্রামান্যচিত্র প্রর্দশন করা হয়।এতে শেখ রাসেলের শিশু কিশোরের কাহিনী তুলে ধরা হয়।
শেখ রাসেল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রযুক্তি নির্ভর গুনগত শিক্ষার মান মানোন্নয়নে সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমপর্যায়ের শিক্ষা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে ৫০০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং প্রতিটি সংসদীয় আসনে একটি করে মোট ৩০০ টি শেখ রাসেল স্কুল অব ফিউচার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় প্রধানমন্তী শেখ হাসিনা বলেন শেখ রাসেল অনেক স্বপ্ন ছিল বড় হয়ে অনেক বড় অফিসার হবে। তার সেই স্বপ্নকে ১৫ আগস্ট সমাধি দেওয়া হয়েছে। শেখ রাসেল খুবই মেধাবী ছিল তার সেই মেধার বিকাশ প্রয়োগ করতে পারলো না। ছোট একটি শিশু শেখ রাসেল তাকে ঘাতকরা নির্মমভাবে খুন করেছে।
রাসেলের স্মৃতি ধরে রাখতে আগামী দিনের শিশুদের শিক্ষার মান মানোন্নয়ন ও মেধাবী করে গড়ে তুলতে হবে।শেখ রাসেলের আদর্শে আগামী দিনের শিশুদের তৈরি করতে হব।দেশ ও জাতির কল্যানে তাদেরকে নিয়োজিত করতে হবে।
পরে সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভা শেষে শেখ রাসেল দিবসে চিএাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।