মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের বাসভবনে বুধবার সন্ধায় সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতির মেলবন্ধনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে সম্প্রীতির মেলবন্ধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,
২৮ বিজিবি’র পরিচালক লে. ক. মোঃ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,পৌর মেয়র নাদের বখ্ত, , অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এড,বিমান কান্তি রায়, , দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলী নুর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা ও সুনামগঞ্জ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ; মসজিদের ইমামগণ, বিভিন্ন পূজা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।