স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭ টায় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এড.শামসুল আবেদীন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক প্রদীপ পাল নিতাই, সহ সভাপতি কাশেম আল আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক সিজন আহমেদ,পৌর কমিশনার আহসান জামিল আনাছ, সাবিনা চৌধুরী মনি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করেন।