মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে এক যুবক কে পিটিয়ে আহত করার পর হাসপাতালে মৃত্যু!
শুক্রবার ২৩ সেপ্টেম্বর রাতে এ অমানবিক নির্যাতনের ঘটনা টি ঘটে। যুবকের নাম রানা (২২) পিতার নাম আমিনুল ইসলাম।
জানাযায়, রানা মানসিকভাবে বিপর্যস্ত,শিকলে বেঁধে চিকিৎসা চলছিলো হঠাৎ ছাড়া পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। চলে আসে মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ের পাশে ভাঙ্গারী দোকানের সামনে।
এখানের লোকজন বিপর্যস্ত রানা কে দেখে লোকজন গাড়ি চুরির অপবাদ দিয়ে বেধে রাত ১ টা থেকে পেটাতে থাকে স্থানীয়রা।
রানা হাতে পায়ে ধরেও নিজেকে রক্ষা করতে পারেনী, পারেনি কাউকে বুঝাতে যে সে চোর না সে নির্দোষ।
সকাল বেলা মুলাইদ গ্রামে রানার বাড়ীতে খবর গেলে রানার বাবা এসে দেখে তার ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে,অতঃপর রানাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলে রানার মা বাবাকেও বেদম প্রহার করা হয়।
এক পর্যায়ে সাদা কাগজে সাক্ষর করে মৃত প্রায় অবস্থায় ছেলেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রানার অবস্থা আশংকাজনক ময়মনসিংহ থেকে ঢাকা নেওয়ার পথে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সে মারা যায়।