দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল এগারোটা দিকে আতার্তুক মিজান মিলনায়তনের হলরুমে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান ইমাম, ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, ইমাম সমিতির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন মিয়াজী, হিন্দু-বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজন বিহারী ভৌমিক ও আতার্তুক স্কুলের শিক্ষক ইমাম হোসেন প্রমুখ।