সংবাদদাতা:
বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন পরিচালকদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নতুন পাড়ায় ফারিহা একাডেমির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক পরিষদের সুনামগঞ্জে জেলা শাখার সভাপতি অজিত কুমার দাশ’র সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুল ইসলাম জাকের”র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. এনামুল হক মোল্লা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক পরিষদের মহা সচিব মো. সাফায়াত হোসেন,বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, সহকারী মহাসচিব মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সচিব ইঞ্জিনিয়ার মো. শাওন আহম্মদ,ফারিহা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,সিলেট প্রতিনিধি মো. শামদ্দোহা, হবিগঞ্জের কায়সার আহমেদ প্রমুখ।
সভা শেষে কিন্ডার গার্টেন পরিচালকদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করা হয়।