সুজন মির্জা (জেলা প্রতিনিধি):
সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাগের ভিতর পড়ে থাকা ছেলে নবজাতক শিশু উদ্ধারের পর সেই শিশুর দায়িত্ব নিলেন নিঃসন্তান এক দম্পত্তি।
জেলার বেলকুচি উপজেলার নিঃসন্তান এক দম্পত্তি ওই শিশুর দায়িত্ব নেন।
বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে স্বামী বিশেষ কাজে বিদেশ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার স্ত্রী নবজাতক ওই শিশুকে গ্রহন করেন।
জানা যায়, গত মঙ্গলবার সকালে বৃষ্টির সময় উপজেলার আলোকদিয়ার রেল সেতু এলাকায় হাঁস আনতে গিয়ে বাজারের ব্যাগে নড়াচড়া দেখে এগিয়ে যান আসমা নামে স্থানীয় এক গৃহবধু। পরে তিনি ব্যাগে জীবিত নবজাতককে দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে যান এবং ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই নবজাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় মঙ্গলবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা শেষে নবজাতক ওই শিশুকে নিতে ইচ্ছুক দম্পত্তিদের আবেদন আহবান করা হয়। বুধবার বিকেলে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে আবেদনের প্রেক্ষিতে ওই দম্পত্তিকে উদ্ধার হওয়া ওই নবজাতক শিশুর লালন পালনের দায়িত্ব দেওয়া হয়। পরে রাতে শিশুটিকে তুলে দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সবুজ আলী। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান, বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে শর্ত সাপেক্ষে নিঃসন্তান এক দম্পত্তিকে নবজাতক ওই শিশুর দায়িত্ব দেওয়া হয়েছে।