মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ্যাপারেলস প্লাস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় অগ্নি কান্ডের
এ ঘটনা ঘটে।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে কারখানার ৭তলা ভবনের ৪র্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে।
আগুন লাগার সাথে সাথেই সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে শ্রমিকরা দ্রুত ভবন থেকে নিচে নেমে আসতে পেরেছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সদরের ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার ৭তলা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তিনি তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি।