দাগনভূইয়া প্রতিনিধি :
মহানবী হযরত মুহাম্মদ (সা:) আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে দাগনভূঞাতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল টি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা আল্লামা হাসনাইন আহমদ আল কাদেরীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম, বেকের বাজার নুর মোহাম্মদ আজমী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবসার মনসুর, প্রধান বক্তা ছিলেন সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা আবু নাসের চৌধুরী আসিফ, পৌর কাউন্সিল নুরুল হুদা সেলিম। মিছিলে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।