মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে ব্যাংকের মাঠ বস্তি এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটির উপর বিদ্যুৎ সরবরাহ তারের সাথে আটকে ঝলসে গেল দুই বিদ্যুৎকর্মীর শরীর।
বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও বস্তির লোকজন মিলে দুর্ঘটনা কবলিত দুজন কে উদ্ধার করে প্রথমে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে এবং পরে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুতের কাজ করতে আসলে প্রথমে তিনজন কাজ শেষ করে খুঁটির উপর থেকে নেমে যায়। পরে কন্ট্রোল রুমকে জানালে বিদ্যুতের লাইন সরবরাহ চালু করা হয়। তবে খুঁটির উপরে লাইনের কিছু কাজ বাকি থাকায় বিদ্যুৎ সরবরাহ অবস্থায় পূনরায় আরও দু’জন খুঁটিতে ওঠেন। উঠার সাথে সাথে বিদ্যুত সরবরাহ তারের সংস্পর্শে এসে তারের সাথেই ঝুলতে থাকেন তারা।
এ সময় স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে বিদুৎতের খুটির মধ্যে ঝুলন্ত দু’জনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।