দেওয়ান মোঃ ইকবাল, ফেনী:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪৫ জন নিহত ও শত শত মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফেনী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপণা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের মাধ্যমে দ্রুত সুস্থতা লাভ কামনা করেন।
হাইড্রোজেন পার-অক্সাইড বিষ্পোরিত ভয়াবহ এই অগ্নিকান্ড নির্বাপন কাজে অংশগ্রহণ করে মানুষের জীবন বাঁচাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিহত ৭ জন সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং আত্মদানকারী সাতজন অগ্নিবীরের প্রতি গভীর সম্মান জানিয়ে তাঁদের পরিবারবর্গকে এ শোক সইবার শক্তি দানের জন্যে মহান আল্লাহর রহমত কামনা করেন তিনি।