মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠিতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে পৌর বিএনপির উদ্দোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালী অনুষ্ঠিত হয়।
সোম বার (৩০ মে) সকালে কালিয়াকৈর -বাসষ্ট্যান্ড পল্লীবিদ্যুৎ এলাকায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খাঁন। পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মোঃ মজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, সাবেক আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আখতার উজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান মাষ্টার, পৌর সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল, এড.জাকির হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।