মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপল। শনিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,ভাইস চেয়ারম্যান এড আবুল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, কুরবাননগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল বরকত, লক্ষনশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মোল্লা পাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই ,পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু প্রমুখ। সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৯টিম খেলায় অংশ গ্রহন করে। আজ প্রথম দিন মোল্লা পাড়া ইউনিয়ন বনাম কুরবাননগর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মোল্লাগাড়া দলকে ০১ গোলে পরাজিত করে কুরবান নগর দল বিজয়ী হয় এবং কাইঠর ইউপি দলকে ০৫ গোলে পরাজিত করে লক্ষণশ্রী ইউপি দল বিজয়ী হয়।